মৎস্যজীবীর দেশ, সবুজ সোনা, সাত পাহাড়ের দেশ,

 *নরওয়ে একটি মাছ ধরার দেশ বলা হয়।

*ফিনল্যান্ডকে দশ হাজার হ্রদের দেশ বলা হয়।

*রামকে সাত পাহাড়ের দেশ বলা হয়।

* নীল নদী বিশ্বের আন্তর্জাতিক নদী বলা হয়।

* দক্ষিণ-পশ্চিম এশিয়ার ভূখণ্ড বলা হয় পাঁচ সমুদ্রের ভূমি।

*ক্যাম্পিয়ন সাগর এশিয়ার বৃহত্তম হ্রদ।

*ইয়াংজি নদী এশিয়ার দীর্ঘতম নদী।

* জুন 21 উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন।

* ডিসেম্বর 22 দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন।

 *ভ্যাগাস নার্ভ মানবদেহের দীর্ঘতম স্নায়ু ।

* আমাজন নদী অববাহিকা পৃথিবীর বৃত্ত বলা হয়।

 *জলাভূমি পৃথিবীর বৃক্ব বলা হয়।

* সবুজ সোনা নারকেল গাছ বলা হয়।

Comments

Popular posts from this blog

ঈদুল আযহা, কোরবানি কী, কেন কোরবানি করা হয়, কোরবানি করার অর্থ কী?

দর্শন কী ? আজকে আলোচনা করবো দর্শন বিষয় নিয়ে , আপনি কি জানেন দর্শন কথার অর্থ কি? এটি কোথা থেকে কি ভাবে এসেছে ,?

भारत का आयात और निर्यात, भारत के पड़ोसी देश और उनके आयात-निर्यात