Posts

Showing posts from January 22, 2023

পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম কিছু জায়গা

পৃথিবীর গুরুত্বপূর্ণ কিছু জায়গা নিয়ে আলোচনা  করা হলো ........ পৃথিবীর বৃহত্তম জনসংখ্যা বিশিষ্ট দেশ- চীন। পৃথিবীর ক্ষুদ্রতম জনসংখ্যা বিশিষ্ট দেশ- ভ্যাটিকান। পৃথিবীর সরু রাষ্ট্র-_চিলি। পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র-_ইতালি। পৃথিবীর খন্ডিতরাষ্ট্র- জাপান ও ইন্দোনেশিয়া। পৃথিবীর দুই মহাদেশ অবস্থিত দেশ-_তুরস্ক ও রাশিয়া। পৃথিবীর সর্বাধিক  দ্বীপ রাষ্ট্র-_ইন্দোনেশিয়া। পৃথিবীর অধিক সীমান্তবর্তী দেশ-_ চীন। পৃথিবীর সব থেকে বেশি নিরপেক্ষ দেশ- সুইজারল্যান্ড। আন্তর্জাতিকভাবে সুইজারল্যান্ড কোন যুদ্ধে অংশগ্রহণ  করেনি। পৃথিবীর ক্ষুদ্রতম প্রজাতন্ত্র রাষ্ট্র-_নাউরু। নেদারল্যান্ডের রাজধানীকে বিভক্ত রাজধানী বলা হয়। দক্ষিণ আফ্রিকার রাজধানী ৩টি। পৃথিবীর সবথেকে উত্তরের নগরী-_হামারফার্স্ট। সবচেয়ে দক্ষিণের নগরী-_পুওট উইলিয়াম (ছিলি)। পৃথিবীর বৃহত্তম মহাসাগর-_' প্রশান্ত মহাসাগর। আয়তন ৬ কোটি ৪০ লক্ষ বর্গ কিলোমিটার। পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর-_'উত্তর মহাসাগর। আয়তন ১ কোটি ৫০ লক্ষ বর্গ কিলোমিটার। পৃথিবীর গভীরতম মহাসাগর-_'প্রশান্ত মহাসাগর'। প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ। গভীরতা 1

ভারতের সংবিধান ,

Image
                              'আমরা , ভারতের জনগণ , ভারতকে একটি সার্বভ্রম,  সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্রর  রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই যাতে  সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ,  ন্যায়বিচার,চিন্তা, মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং  উপাসনার স্বাধীনতা, সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও  সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্য  ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহিতা  সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভাতৃত্বের  ভাব গড়ে ওঠে তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ  করে, আমাদের গণপরিষদে আজ, ১৯৪৯ সালের ২৬  শে নভেম্বর, এতদ্বারা এই সংবিধান গ্রহণ, বিধিবদ্ধ  এবং নিজেদের অর্পণ করছি।"                "ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার"          সাম্যের অধিকার         স্বাধীনতার অধিকার      শোষণের বিরুদ্ধে অধিকার      ধর্মীয় স্বাধীনতার অধিকার      সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার      সাম্যের অধিকার :     আইনের দৃষ্টিতে সবাই সমান এবং আইন সকলকে  সমানভাবে রক্ষা করবে। জাতি, ধর্ম, বর্ণ, নারী-পুরুষ, জন্মস্থান প্রভৃতি কারণে রাষ্ট্র কোন নাগরিকের সঙ্গে বৈষম্যমূলক আচরণ 

আপনি কি জানেন {আই.পি.এস} অফিসার কি ভাবে হওয়া যায়?

        আই.পি.এস - অর্থাৎ "ইন্ডিয়ান পুলিশ সার্ভিস" I.P.S অফিসার হবার জন্য প্রথমে আপনাকে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।  আই.পি.এস হওয়ার ক্ষেত্রে বেশ কয়েকটি ধাপ আপনাকে পার করতে হবে। প্রথমত আপনাকে, যেকোনো বিভাগ থেকে অর্থাৎ-        B.A , B.COM,  B.SC , BBA, BCA,       ENGINEERING, MEDICAL যেকোন বিভাগ  থেকে মিনিমাম নম্বর নিয়ে আন্ডারগ্রাজুয়েট কোসপাস  করলে এই পোষ্টের জন্য আবেদন করতে পারবে। "সিভিল সার্ভিস এক্সাম" এই পরীক্ষাটি ইউ.পি.এস.সি  বোর্ডের আন্ডারে হয়ে থাকে। দুটি ধাপে পরীক্ষাটি হয়।  প্রথমটি হল প্রিলিমিনারি পরীক্ষা, এবং দ্বিতীয় টি হল,  মেন পরীক্ষা। মেন পরীক্ষায় নির্বাচিত হলে  ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়, এরপর ট্রেনিং এর  মাধ্যমে জয়েনিং দেওয়া হয়। আইপিএস হওয়ার জন্য আপনাকে একজন ভারতীয়  নাগরিক হতে হবে । বয়স সীমা: আপনি যদি জেনারেল ক্যান্ডিডেট হন  তাহলে আপনার বয়স 21 থেকে 31 বছরের মধ্যে হতে হবে। ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 21 থেকে 35 বছর বয়স  হতে হবে। এসটিএসসির ক্ষেত্রে 21 থেকে 37 বছর বয়স হতে হবে। উচ্চতা: জেনারেল ছেলেদের জন্য 165 সেন্টিমিটার , এ

কেন্দ্র শাসিত অঞ্চলের রাজধানী , জেনে নিন ভারতের রাজ্য ও রাজধানী, ভারতের অঙ্গরাজ্য ও তাদের রাজধানী,

আমাদের দেশ হল যুক্ত রাজ্য, এখানে এক একটি রাজ্যর একটি করে রাজধানী রয়েছে।     আবার, প্রতিটি রাজ্যের নিজস্ব রাজ্য             সরকারও   রয়েছে। এখন বর্তমানে আমাদের দেশে মোট আটাশ টি অঙ্গরাজ্য ও আট টি কেন্দ্রসাশিত অঞ্চল রয়েছে। রাজ্য ও তাদের রাজধানী গুলি:  অঙ্গরাজ্য                   রাজধানী       হিমাচল প্রদেশ                             সিমলা         সিকিম                                      গ্যাংটক        উত্তারাখন্ড                                  দেরাদুন         পাঞ্জাব                                      চন্ডীগর         হরিয়ান                                       চন্ডীগর           উত্তরপ্রদেশ                               লখনও         বিহার                                           পাটনা        প্রশ্চিমবঙ্গ                                   কলকাতা         মধ্যপ্রদেশ                                    ভূপাল          ছত্রিশগড়                                     রায়পুর         মহারাষ্ট                                            মুম্বাই          ওড়িশা