পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম কিছু জায়গা
পৃথিবীর গুরুত্বপূর্ণ কিছু জায়গা নিয়ে আলোচনা করা হলো ........ পৃথিবীর বৃহত্তম জনসংখ্যা বিশিষ্ট দেশ- চীন। পৃথিবীর ক্ষুদ্রতম জনসংখ্যা বিশিষ্ট দেশ- ভ্যাটিকান। পৃথিবীর সরু রাষ্ট্র-_চিলি। পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র-_ইতালি। পৃথিবীর খন্ডিতরাষ্ট্র- জাপান ও ইন্দোনেশিয়া। পৃথিবীর দুই মহাদেশ অবস্থিত দেশ-_তুরস্ক ও রাশিয়া। পৃথিবীর সর্বাধিক দ্বীপ রাষ্ট্র-_ইন্দোনেশিয়া। পৃথিবীর অধিক সীমান্তবর্তী দেশ-_ চীন। পৃথিবীর সব থেকে বেশি নিরপেক্ষ দেশ- সুইজারল্যান্ড। আন্তর্জাতিকভাবে সুইজারল্যান্ড কোন যুদ্ধে অংশগ্রহণ করেনি। পৃথিবীর ক্ষুদ্রতম প্রজাতন্ত্র রাষ্ট্র-_নাউরু। নেদারল্যান্ডের রাজধানীকে বিভক্ত রাজধানী বলা হয়। দক্ষিণ আফ্রিকার রাজধানী ৩টি। পৃথিবীর সবথেকে উত্তরের নগরী-_হামারফার্স্ট। সবচেয়ে দক্ষিণের নগরী-_পুওট উইলিয়াম (ছিলি)। পৃথিবীর বৃহত্তম মহাসাগর-_' প্রশান্ত মহাসাগর। আয়তন ৬ কোটি ৪০ লক্ষ বর্গ কিলোমিটার। পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর-_'উত্তর মহাসাগর। আয়তন ১ কোটি ৫০ লক্ষ বর্গ কিলোমিটার। পৃথিবীর গভীরতম মহাসাগর-_'প্রশান্ত মহাসাগর'। প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ। গভীরতা 1...