আপনি কি জানেন মাউন্ট এভারেস্ট কি ???
আনুমানিক দশকোটি বছর আগে, ভূপৃষ্ঠের ইন্ডিয়ান প্লেট টি আফ্রিকান প্লেট থেকে বিচ্ছিন্ন হয়ে ধীরে,ধীরে উত্তর-পূর্ব দিকে সরে আসে। এর ফলে প্রায় পাঁচ কোটি বছর আগে ইন্ডিয়ান পেলেটের এক প্রান্ত ইউরেশিয়ান প্লেটে ঢুকে যায়। প্লেট দুটি সংঘর্ষের ফলে প্রায় তিন কোটি বছর আগে, ইন্ডিয়ান প্লেটের এক প্রান্ত উপর দিকে উঠতে শুরু করে। এর ফলে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উত্থান হয়। বর্তমানে পৃথিবীর দুটি জনবহুল দেশ চীন এবং ভারত , এই দুটি দেশের অবস্থান এভারেস্টের দুই পাশে । এই পর্বতটি কে ব্রিটিশরা প্রথম স্বীকৃতি দেয়। ১৮০২ সালে ব্রিটিশরা ভারতের বিভিন্ন পর্বত গুলি মাপার জন্য প্রকল্প শুরু করে। এই প্রকল্পটির কাজ শুরু হয় দক্ষিণ ভারত থেকে। তবে বিভিন্ন সময় এই শৃঙ্গটির বিভিন্ন রকমের নামকরণ করা হয়েছিলো। রোমানরা এই শৃঙ্গটির কথা জানতে পারে চীনাদের কাছ থেকে, তারা এই শৃঙ্গটির নাম দিয়েছিল 'চোমালম্বা' যার অর্থ হলো 'পবিত্র মাতা'। পর্বতটির অপরপ্রান্তে বসবাসকারীদের ভাষা ছিল সংস্কৃত সেই সময় এই পর্বতটি কে তারা বলতো স্বর্গমাতা বা আকাশ দেবী। পৃথিবীর বৃহত্তম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট , যা হিমা...