Posts

Showing posts from January 15, 2023

আপনি কি জানেন মাউন্ট এভারেস্ট কি ???

আনুমানিক  দশকোটি বছর আগে, ভূপৃষ্ঠের ইন্ডিয়ান প্লেট টি আফ্রিকান প্লেট থেকে বিচ্ছিন্ন হয়ে ধীরে,ধীরে উত্তর-পূর্ব দিকে সরে আসে। এর ফলে প্রায় পাঁচ কোটি বছর আগে ইন্ডিয়ান পেলেটের এক প্রান্ত ইউরেশিয়ান প্লেটে ঢুকে যায়। প্লেট দুটি সংঘর্ষের ফলে প্রায় তিন কোটি বছর আগে, ইন্ডিয়ান প্লেটের এক প্রান্ত উপর দিকে উঠতে শুরু করে। এর ফলে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উত্থান হয়। বর্তমানে পৃথিবীর দুটি জনবহুল দেশ চীন এবং ভারত , এই দুটি দেশের অবস্থান এভারেস্টের দুই পাশে । এই পর্বতটি কে ব্রিটিশরা প্রথম স্বীকৃতি দেয়। ১৮০২ সালে ব্রিটিশরা ভারতের বিভিন্ন পর্বত গুলি মাপার জন্য প্রকল্প শুরু করে। এই প্রকল্পটির কাজ শুরু হয় দক্ষিণ ভারত থেকে। তবে বিভিন্ন সময় এই শৃঙ্গটির বিভিন্ন রকমের নামকরণ করা হয়েছিলো। রোমানরা এই শৃঙ্গটির কথা জানতে পারে চীনাদের কাছ থেকে, তারা এই শৃঙ্গটির নাম দিয়েছিল 'চোমালম্বা' যার অর্থ হলো 'পবিত্র মাতা'। পর্বতটির  অপরপ্রান্তে বসবাসকারীদের ভাষা ছিল সংস্কৃত  সেই সময় এই পর্বতটি কে তারা  বলতো স্বর্গমাতা বা আকাশ দেবী। পৃথিবীর বৃহত্তম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট , যা হিমালয়

ভারতের বৃহত্তম মহানগর ভারতের হলিউড ভারতের রোম ভারতের সিলিকন ভ্যালি ভারতের হ্রদের শহর ভারতের কমলালেবুর শহর

 1- ভারতে প্রথম প্রধানমন্ত্রী নাম কি?  উঃ - জোহর লাল নেহেরু । 2- ভারতে প্রথম রাষ্ট্রপতি নাম কি?  উঃ - ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 3- ভারতের রাজধানী নাম কি? উঃ - দিল্লী। 4- ভারতের মহাআকাশ গবেষণা কেন্দ্রের নাম কি? উঃ- ইসরো। 5- ভারতের প্রথম মহিলা প্রধান মন্ত্রীর নাম কি? উঃ- ইন্দ্রাগান্ধী। 6- ভারতের সীমন্তরক্ষী বাহানির নাম কি? উঃ-  B.S.F. 7- B.S.F এর পুরো কথা কি? উঃ- বর্ডার সিকিউরিটি ফোর্স। 8- ভারতের অর্থনৈতিক রাজধানীর নাম কি? উঃ- মুম্বাই। 9- ভারতের বৃহত্তম মহানগরের নাম কি? উঃ- মুম্বাই। 10- ভারতের বৃহত্তম রাজ্যর নাম কি? উঃ- রাজস্থান। 11- ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? উঃ- গোয়া। 12- ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি? উঃ- ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ। 13- ভারতের হলিউড কাকে বলা হয়? উঃ- মুম্বাই শহরকে বলা হয়। 14- ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? উঃ- মুম্বাই শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়। 15- ভারতের টোকিয়া কাকে বলা হয়? উঃ- মুম্বাই শহরকে ভারতের টোকিয়া বলা হয়। 16- ভারতের রোম কাকে বলা হয়? উঃ - দিল্লিকে ভারতের রোম বলা হয়। 17- ভারতের সবুজ নগর কাকে বলা হয়? উঃ- চেন্নাই ভারতের সবুজ নগর। 18- ভারত

ভারত, ভারতের সংবিধান, ভারতের ইতিহাস

Image
                      ভারতীয় সংবিধান                              প্রস্তাবনা “আমরা, ভারতের জনগণ, ভারতকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই যাতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার, চিন্তা, মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা, সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে, আমাদের গণপরিষদে আজ, 1949 সালের 26শে নভেম্বর, এতদ্বারা এই সংবিধান গ্রহণ, বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছি।” রাজা "ভরতের" নাম অনুসারে আমাদের দেশের নাম করা হয়"ভারত"। ভারতের মোট আয়তন 32লাখ 87 হাজার 263 বর্গ কিলোমিটার।ভারতের রাজধানী দিল্লি।ভারত হলো যুক্তরাজ্য, বর্তমানে 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। বর্তমান প্রধনমন্ত্রী_"নরেন্দ্র মোদী"। বর্তমান রাষ্টরপতি_"দ্রৌপদী মুর্মু"। ভারতের প্রতিবেশী দেশ_চীন,নেপাল, ভুটান,পাকিস্তান,বাং