Posts

Showing posts from July 23, 2023

দর্শন কী ? আজকে আলোচনা করবো দর্শন বিষয় নিয়ে , আপনি কি জানেন দর্শন কথার অর্থ কি? এটি কোথা থেকে কি ভাবে এসেছে ,?

 আজকে আলোচনা করবো দর্শন বিষয় নিয়ে। দর্শন কী?? এর উত্তর হলো - দর্শন শব্দটি সংস্কৃতর দৃশ ধাতু থেকে এসেছে যার অর্থ হলো দেখা।তবে দেখা বলতে যা কিছু দেখা তাই কিন্তু দর্শন নয়। আসলে দর্শনে দেখা বলতে বোঝায় সত্যের স্বরূপ দেখা।যেটা সত্য সেটা দেখতে হবে, এবং সত্যটার যে স্বরূপ অর্থাৎ সত্যের আসল রূপ সেটাকে দেখতে হবে। এই হল দর্শন।এটা একটা দর্শনের সঞ্জা বলা যেতে পারে। তবে দর্শনের ইংরেজি প্রতিশব্দ হিসেবে PHILOSOPHY ব্যাবহার করা হয়। এবার আলোচনা করবো দর্শন নিয়ে। এই দর্শন নিয়ে বিভিন্ন দার্শনিকের, বিভিন্ন ধরনের মত বিরোধ দেখা যায়।বিভিন্ন দার্শনিক বিভিন্ন রকম ভাবে দর্শনের সঞ্জা দিয়েছে। দর্শনের আদি পিতা বলা হয় "থেলস" কে। দর্শনের উৎপত্তি নিয়েও দার্শনিকদের মধ্যে বিভিন্ন মতবিরোধ পাওয়া যায়। দর্শনের আলোচ্য বিষয় হল সমগ্ৰ বিশ্ব জগৎ জীবন ও অভিঞ্জতা।দর্শন সম্পর্কে বিভিন্ন দার্শনিকদের বিভিন্ন সঞ্জা গুলি নিয়ে আলোচনা করা হল। : দর্শন হল ভাষার সমালোচনা এ কথা বলেছেন এয়ার ও কারনাপ। : দর্শন হল ঞ্জান সম্পর্কিত বিঞ্জান এবং বিচার ও তার সমলচনা এ কথা বলেছেন ইমানুয়েল কান্ট। :দর্শন হল নিত্য এবং অপরিহার্য বস