ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি...

 ভারতের রাষ্ট্রপতি নির্বাচন:

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন লোকসভা, রাজ্যসভার

 সংসদ ওসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধায়করা।

সেই হিসাবে 776 জন সংসদ এবং 4120 জন 

 বিধায়কের ভোটাধিকার।

রাষ্ট্রপতি নির্বাচনে বিভিন্ন রাজ্যের বিধায়কদের ভোটের

 মূল্য আলাদা আলাদা হয়ে থাকে। তা নির্ভর করে ওই

 রাজ্যে 1971 সালের জনসংখ্যা ও বিধায়কদের   

সংখ্যার উপর।

প্রথমেই রাজ্যের জনসংখ্যাকে ওই রাজ্যের বিধায়ক

 সংখ্যা দিয়ে ভাগ করা হয়। ভাগফল কি আবার হাজার

 দিয়ে ভাগ করে বের করা হয় একজন বিধায়কের 

ভোট মূল্য। এইভাবে সব রাজ্যের বিধায়কের ভোটের

 মূল্য কে দুই কক্ষের সংসদের সংখ্যা দিয়ে ভাগ করা

 হয়। এই ভাগফলিই সংসদের ভোট মূল্য।

 সব সংসদের ভোট মূল্য সমান।

একজন বিধায়ক বা সংসদ যাকে ভোট দেবে সেই

 বিধায়ক বা সংসদের ভোট মূল্য জমা হয় ওই প্রার্থীর

 ঘরে। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটের পরিমাণ

 10 লক্ষ 98 হাজার 903 টি ভোট। 

রাষ্ট্রপতি নির্বাচনে যতজন প্রার্থী হন ভোটদাতারা 

 ততগুলি পছন্দের কথা জানাতে পারে। প্রথম

 পছন্দের ভোটের ভিত্তিতেই কোন প্রার্থী যদি অর্ধেক

 ভোট না পান তাহলে সবচেয়ে কম প্রথম পছন্দের

 ভোট যিনি পেয়েছেন তাকে বাতিল করা হয়। তার ব্লটে

 দ্বিতীয় পছন্দের ভোটগুলি অন্য প্রার্থীদের প্রথম

 পছন্দের ভোটের সঙ্গে যোগ করা হয়। এই ভাবেই

 কোন একজন নির্বাচিত না হওয়া পর্যন্ত ভোট

 গণনা চলতে থাকে।

 রাষ্ট্রপতি এক নির্বাচন মন্ডলীর দ্বারা পরোক্ষভাবে

 নির্বাচিত হন। এই নির্বাচন মন্ডলী গঠিত হয় ভারতীয়

 সংসদ (লোকসভা ও রাজ্যসভা ) এবং বিভিন্ন রাজ্যের

 বিধানসভার সদস্যদের নিয়ে।

   রাষ্ট্রপতি কার্যালয়ের মেয়াদ পাঁচ বছর।  

  অতীতের দেখা গেছে শাসক দলের লোকসভার

 সংখ্যাগরিষ্ঠ দল মনোনীত প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচিত          হয়েছেন ।

স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ।

স্বাধীন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি 'প্রতিভা দেবী সিনহা পাতিল'। 

ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি- প্রণব মুখোপাধ্যায়।

 বর্তমানে আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমু।



Comments

Popular posts from this blog

ঈদুল আযহা, কোরবানি কী, কেন কোরবানি করা হয়, কোরবানি করার অর্থ কী?

দর্শন কী ? আজকে আলোচনা করবো দর্শন বিষয় নিয়ে , আপনি কি জানেন দর্শন কথার অর্থ কি? এটি কোথা থেকে কি ভাবে এসেছে ,?

भारत का आयात और निर्यात, भारत के पड़ोसी देश और उनके आयात-निर्यात