ভারতের সরকার ,‌‌‌‌‌ভারতের সরকার

                       -ভারতের সরকার-

 ভারত সরকার সাধারণভাবে কেন্দ্রীয় সরকার নামে প্রচলিত। এটি ভারতের সংবিধান দ্বারা প্রতিষ্ঠিত।   ভারত সরকার সরকারিভাবে ইউনিয়ন গভারমেন্ট   নামে পরিচিত। বর্তমানে 28 টি অঙ্গরাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত এই রাষ্ট্র। যাকে বলা।  হয় ভারতের প্রজাতন্ত্র। 1949 সালে 26 নভেম্বর এই সংবিধান গৃহীত হয় এবং 1950 সালে 26 শে জানুয়ারি এটি কার্যকর হয়। ভারতের রাজধানী অর্থাৎ নতুন।  দিল্লি, এই রাষ্ট্রটির রাজধানী নতুন দিল্লি দিল্লি থেকে শাসন পরিচালনা করা হয়।

কেন্দ্রের আইনসভার নাম সংসদ।ভারতীয় সংসদ দুই কক্ষ বিশিষ্ট- লোকসভা ও রাজ্যসভা।লোকসভায়  রয়েছে 543 টি আসন,। সর্বজনীন ভোট অধিকারের ভিত্তিতে দলের জনগণ 543 টি আসনের জন্য প্রতিনিধি নির্বাচন করেন , এই লোকসভার মেয়াদ 5 বছর,।

রাজ্যসভার সদস্য সংখ্যা হল 245 জন এদের মধ্যে   233 জন কে নির্বাচিত করেন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আইনসভার সদস্যরা,, এ রাজ্যসভার      মেয়াদ 6 বছর ।

বর্তমানে মোট 543 টি লোকসভা নির্বাচন কেন্দ্র আছে।ভারতের সংবিধানে বর্ণিত আছে লোকসভার সর্বাধিক সংখ্যা হল 552 জন।

ভারতের রাজ্যগুলির জনগণের প্রতিনিধিত্বকারী 530 জন সদস্য ‌, এবং 20 জন সদস্য তাদের জনসংখ্যার ভিত্তিতে কেন্দ্রশাসিত অঞ্চল গুলি থেকে প্রতিনিধিত্ব করে , এবং বাকি 2 জন রাষ্ট্রপতি মনোনীত।


Comments

Popular posts from this blog

ঈদুল আযহা, কোরবানি কী, কেন কোরবানি করা হয়, কোরবানি করার অর্থ কী?

দর্শন কী ? আজকে আলোচনা করবো দর্শন বিষয় নিয়ে , আপনি কি জানেন দর্শন কথার অর্থ কি? এটি কোথা থেকে কি ভাবে এসেছে ,?

भारत का आयात और निर्यात, भारत के पड़ोसी देश और उनके आयात-निर्यात