Posts

Showing posts from May 26, 2024

ঈদুল আযহা, কোরবানি কী, কেন কোরবানি করা হয়, কোরবানি করার অর্থ কী?

কোরবানি.......  আমাদের ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের মধ্যে দ্বিতীয়টি হল ঈদুল আযহা, অর্থাৎ কোরবানি। ইসলামিক চন্দ্র ক্যালেন্ডারের শেষ মাস অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখে এই 'ওয়াজিবটি" আনুষ্ঠানিকভাবে পালন করা হয়ে থাকে। যা চলতে থাকে জিলহজ মাসের 13থেকে 14 তারিখ পর্যন্ত। কোরবানির দিন ভোরের নামাজের পর সকালবেলায় আমাদের সমস্ত মুসলিমরা এক "বিশেষ প্রার্থনা" অর্থাৎ কোরবানির নামাজের মধ্য দিয়ে এই কোরবানির দিনটি শুরু করে থাকে। তারপর যে যার সামর্থ অনুযায়ী বিভিন্ন পশু আল্লাহর জন্য কোরবানী করে। কোরবানি- এটি আমাদের মুসলিম জাতির পিতা "ইব্রাহিম খলিলুল্ল"অর্থাৎ 'হযরত ইব্রাহিম আলাইহিস সালাম' থেকে এসেছে । এই কোরবানি অর্থাৎ "ঈদুল আযহা" এর অর্থ হল ত্যাগ। ত্যাগের উৎসব। কুরবানী সম্পর্কে পবিত্র "আল কুরআনে" এবং সহি হাদিসে অনেকিই নির্দেশনা রয়েছে অনেকে। সূরা হজ্জের 36 এবং 37 নম্বর আয়াতে বলা হয়েছে -  {আর (কুরবানির) উটগুলোকে আমি করেছি, আল্লাহর নির্দেশসমূহের অন্যতম। তাতে তোমাদের জন্য কল্যাণ আছে। কাজেই সারিবদ্ধভাবে দাঁড়ানো অবস্থায় ওগু