দর্শন কী ? আজকে আলোচনা করবো দর্শন বিষয় নিয়ে , আপনি কি জানেন দর্শন কথার অর্থ কি? এটি কোথা থেকে কি ভাবে এসেছে ,?
আজকে আলোচনা করবো দর্শন বিষয় নিয়ে। দর্শন কী??
এর উত্তর হলো - দর্শন শব্দটি সংস্কৃতর দৃশ ধাতু থেকে এসেছে যার অর্থ হলো দেখা।তবে দেখা বলতে যা কিছু দেখা তাই কিন্তু দর্শন নয়। আসলে দর্শনে দেখা বলতে বোঝায় সত্যের স্বরূপ দেখা।যেটা সত্য সেটা দেখতে হবে, এবং সত্যটার যে স্বরূপ অর্থাৎ সত্যের আসল রূপ সেটাকে দেখতে হবে। এই হল দর্শন।এটা একটা দর্শনের সঞ্জা বলা যেতে পারে। তবে দর্শনের ইংরেজি প্রতিশব্দ হিসেবে PHILOSOPHY ব্যাবহার করা হয়।
এবার আলোচনা করবো দর্শন নিয়ে।
এই দর্শন নিয়ে বিভিন্ন দার্শনিকের, বিভিন্ন ধরনের মত বিরোধ দেখা যায়।বিভিন্ন দার্শনিক বিভিন্ন রকম ভাবে দর্শনের সঞ্জা দিয়েছে।
দর্শনের আদি পিতা বলা হয় "থেলস" কে।
দর্শনের উৎপত্তি নিয়েও দার্শনিকদের মধ্যে বিভিন্ন মতবিরোধ পাওয়া যায়।
দর্শনের আলোচ্য বিষয় হল সমগ্ৰ বিশ্ব জগৎ জীবন ও অভিঞ্জতা।দর্শন সম্পর্কে বিভিন্ন দার্শনিকদের বিভিন্ন সঞ্জা গুলি নিয়ে আলোচনা করা হল।
: দর্শন হল ভাষার সমালোচনা এ কথা বলেছেন এয়ার ও কারনাপ।
: দর্শন হল ঞ্জান সম্পর্কিত বিঞ্জান এবং বিচার ও তার সমলচনা এ কথা বলেছেন ইমানুয়েল কান্ট।
:দর্শন হল নিত্য এবং অপরিহার্য বস্তূর স্বরূপ সম্পর্কিত ঞ্জান এ কথা বলেছেন প্লেটো।
:সংশয় থেকে দর্শনের উৎপত্তি বলেছেন রেনে ডেকাত।
:বিষ্ময় থেকে দর্শনের উৎপত্তি বা বিষ্ময়ই দর্শনের জনক বলেছেন প্লেটো।
: দর্শন অলৌকিক বা আকস্মিক কিছু নয় বরং এ হল মানব জীবনের অনিবার্য ও স্বভাবিক এ কথা বলেছেন পেরি।
: উপযোগীতা বোধ থেকেই দর্শনের উৎপত্তি বলেছেন উইলিয়াম জেমস।
: জীবন অভিঞ্জতা সমালোচনা ও তারি সমাধানের চেষ্টা থেকে দর্শনের উৎপত্তি হয়েছে একথা বলেছেন কলমার্কস ও জাঁপল সাত্র।
: মানুষের অস্তিত্বে এমন কোন ক্ষেত্র নেই যা দর্শন সাম্রাজ্যে অন্তর্ভুক্ত নয় একথা বলেছেন জন কেয়ার।
: দর্শন ছাড়া বিঞ্জান গুলি হল আত্মা হীন দেহ পরিত্যক্ত হীন সমষ্টি এবং বিঞ্জান ছাড়া দর্শন হল দেহ হীন আত্মা একথা বলেছেন ওয়েবার ।
: দর্শন হল সব বিঞ্জানের সেরা বিঞ্জান এবং বিভিন্ন সিদ্ধান্তের মধ্যে সন্বয় সাধনই হল দর্শনের কাজ একথা বলেছেন দার্শনিক কাঁথ।
: দর্শন হল ঞ্জানের বিঞ্জান একথা বলেছেন দার্শনিক জে.জী.ফিটকে।
:ঞ্জানানুরাগ থেকে দর্শনের উৎপত্তি হয়েছে বলেছেন পিথাগোরাস ।
:ফিলোজোফার শব্দটি প্রথম ব্যবহার করেন সক্রেটিস।
:ফিলোজোফিক প্রথম ব্যবহার করেন পিথাগোরাস।
Comments
Post a Comment
"Leave a comment below. I’d love to hear from you!"