ভারতের বৃহত্তম মহানগর ভারতের হলিউড ভারতের রোম ভারতের সিলিকন ভ্যালি ভারতের হ্রদের শহর ভারতের কমলালেবুর শহর

 1- ভারতে প্রথম প্রধানমন্ত্রী নাম কি?

 উঃ - জোহর লাল নেহেরু ।

2- ভারতে প্রথম রাষ্ট্রপতি নাম কি?

 উঃ - ডক্টর রাজেন্দ্র প্রসাদ।

3- ভারতের রাজধানী নাম কি?

উঃ - দিল্লী।

4- ভারতের মহাআকাশ গবেষণা কেন্দ্রের নাম কি?

উঃ- ইসরো।

5- ভারতের প্রথম মহিলা প্রধান মন্ত্রীর নাম কি?

উঃ- ইন্দ্রাগান্ধী।

6- ভারতের সীমন্তরক্ষী বাহানির নাম কি?

উঃ-  B.S.F.

7- B.S.F এর পুরো কথা কি?

উঃ- বর্ডার সিকিউরিটি ফোর্স।

8- ভারতের অর্থনৈতিক রাজধানীর নাম কি?

উঃ- মুম্বাই।

9- ভারতের বৃহত্তম মহানগরের নাম কি?

উঃ- মুম্বাই।

10- ভারতের বৃহত্তম রাজ্যর নাম কি?

উঃ- রাজস্থান।

11- ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি?

উঃ- গোয়া।

12- ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি?

উঃ- ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ।

13- ভারতের হলিউড কাকে বলা হয়?

উঃ- মুম্বাই শহরকে বলা হয়।

14- ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়?

উঃ- মুম্বাই শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়।

15- ভারতের টোকিয়া কাকে বলা হয়?

উঃ- মুম্বাই শহরকে ভারতের টোকিয়া বলা হয়।

16- ভারতের রোম কাকে বলা হয়?

উঃ - দিল্লিকে ভারতের রোম বলা হয়।

17- ভারতের সবুজ নগর কাকে বলা হয়?

উঃ- চেন্নাই ভারতের সবুজ নগর।

18- ভারতের সিলিকনভ্যালি কাকে বলা হয়?

উঃ- বেঙ্গালুরু কে ভারতের সিলিকনভ্যালি বলা হয়।

19- ভারতের হ্রদের কাকে বলা হয়?

উঃ- হায়দ্রাবাদ কে ভারতের হ্রদের শহর বলা হয়।

20- ভারতের কমলালেবু শহর কাকে বলা হয়?

উঃ- নাগপুর কে ভারতের কমলালেবুর শহর বলা হয়।



Comments

Popular posts from this blog

ঈদুল আযহা, কোরবানি কী, কেন কোরবানি করা হয়, কোরবানি করার অর্থ কী?

দর্শন কী ? আজকে আলোচনা করবো দর্শন বিষয় নিয়ে , আপনি কি জানেন দর্শন কথার অর্থ কি? এটি কোথা থেকে কি ভাবে এসেছে ,?

भारत का आयात और निर्यात, भारत के पड़ोसी देश और उनके आयात-निर्यात