পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম কিছু জায়গা

পৃথিবীর গুরুত্বপূর্ণ কিছু জায়গা নিয়ে আলোচনা  করা হলো ........

পৃথিবীর বৃহত্তম জনসংখ্যা বিশিষ্ট দেশ- চীন।

পৃথিবীর ক্ষুদ্রতম জনসংখ্যা বিশিষ্ট দেশ- ভ্যাটিকান।

পৃথিবীর সরু রাষ্ট্র-_চিলি।

পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র-_ইতালি।

পৃথিবীর খন্ডিতরাষ্ট্র- জাপান ও ইন্দোনেশিয়া।

পৃথিবীর দুই মহাদেশ অবস্থিত দেশ-_তুরস্ক ও রাশিয়া।

পৃথিবীর সর্বাধিক  দ্বীপ রাষ্ট্র-_ইন্দোনেশিয়া।

পৃথিবীর অধিক সীমান্তবর্তী দেশ-_ চীন।

পৃথিবীর সব থেকে বেশি নিরপেক্ষ দেশ- সুইজারল্যান্ড।

আন্তর্জাতিকভাবে সুইজারল্যান্ড কোন যুদ্ধে অংশগ্রহণ  করেনি।

পৃথিবীর ক্ষুদ্রতম প্রজাতন্ত্র রাষ্ট্র-_নাউরু।

নেদারল্যান্ডের রাজধানীকে বিভক্ত রাজধানী বলা হয়।

দক্ষিণ আফ্রিকার রাজধানী ৩টি।

পৃথিবীর সবথেকে উত্তরের নগরী-_হামারফার্স্ট।

সবচেয়ে দক্ষিণের নগরী-_পুওট উইলিয়াম (ছিলি)।

পৃথিবীর বৃহত্তম মহাসাগর-_' প্রশান্ত মহাসাগর।

আয়তন ৬ কোটি ৪০ লক্ষ বর্গ কিলোমিটার।

পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর-_'উত্তর মহাসাগর।

আয়তন ১ কোটি ৫০ লক্ষ বর্গ কিলোমিটার।

পৃথিবীর গভীরতম মহাসাগর-_'প্রশান্ত মহাসাগর'।

প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ। গভীরতা 11033 মিটার।

পৃথিবীর দীর্ঘতম সীমান্ত যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে রয়েছে,

 (6416 কিলোমিটার আলাস্কার-2547 কিলোমিটার ছাড়ন)

পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম সীমান্ত আর্জেন্টিনা ও চিলি ।

সর্বাধিক লোক অতিক্রম কারী সীমান্ত যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্ত, ( বছরে প্রায় 50 কোটি)

পৃথিবীর সংক্ষিপ্ত সীমান্ত-_ ডিব্রাল্টার ও স্পেন। (1.53 কিলোমিটার)

পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম সীমান্ত ভ্যাটিকান সিটি ও রোধ(4007 কিলোমিটার)


Comments

Popular posts from this blog

ঈদুল আযহা, কোরবানি কী, কেন কোরবানি করা হয়, কোরবানি করার অর্থ কী?

দর্শন কী ? আজকে আলোচনা করবো দর্শন বিষয় নিয়ে , আপনি কি জানেন দর্শন কথার অর্থ কি? এটি কোথা থেকে কি ভাবে এসেছে ,?

भारत का आयात और निर्यात, भारत के पड़ोसी देश और उनके आयात-निर्यात