ভারত, ভারতের সংবিধান, ভারতের ইতিহাস

                      ভারতীয় সংবিধান
                             প্রস্তাবনা

“আমরা, ভারতের জনগণ, ভারতকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র
রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই যাতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার,
চিন্তা, মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা, সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা
প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণের
মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে,
আমাদের গণপরিষদে আজ, 1949 সালের 26শে নভেম্বর, এতদ্বারা এই সংবিধান গ্রহণ, বিধিবদ্ধ
এবং নিজেদের অর্পণ করছি।”

রাজা "ভরতের" নাম অনুসারে আমাদের দেশের নাম করা হয়"ভারত"।
ভারতের মোট আয়তন 32লাখ 87 হাজার 263 বর্গ কিলোমিটার।ভারতের রাজধানী দিল্লি।ভারত হলো যুক্তরাজ্য, বর্তমানে 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে।

বর্তমান প্রধনমন্ত্রী_"নরেন্দ্র মোদী"।
বর্তমান রাষ্টরপতি_"দ্রৌপদী মুর্মু"।
ভারতের প্রতিবেশী দেশ_চীন,নেপাল, ভুটান,পাকিস্তান,বাংলাদেশ।

ভারতের জাতীয় সঙ্গীত_জন গণ মন অধিনায়ক জয় হ,
গানটি বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।
ভারতের মোট জন সংখ্যা প্রায় 140কোটি।
ভারতের সব থেকে বেশি সীমানা রয়েছে
বাংলাদেশর সঙ্গে। 

ভারত 1947সালে ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।সেই সময় প্রধানমন্ত্রী _ অর্থাৎ ভারতের প্রথম প্রধানমন্ত্রী হয় জহরলাল নেহেরু।

ভারতে প্রাচীন যুগে বিভিন্ন ছোট ছোট অঞ্চল গুলি বিভিন্ন রাজারা শাসন করতো। মুঘলরা প্রায় 700 বছর ভারতের শাসন করেছে,এরপর মুঘল যুগের পর পরই , ইংরেজিদের আগমন হয়। ইংরেজরা প্রায় 200 বছর ভারত শাসন করে।

ইংরেজদের শাসনকালে ভারতের বিভিন্ন অঞ্চলে ইংরেজদের বিরুদ্ধে বিভিন্ন রকমের আন্দোলন শুরু হয়। এই আন্দোলন পরবর্তী সময়ে ব্যাপক হয়ে ওঠে।

এক সময় ভারতীয়দের আন্দোলন ইংরেজরা দমন করতে না পারায়, ইংরেজরা ভারত ছাড়তে বাধ্য হয়। এ সময় তারা ভারতকে দুটি ভাগে ভাগ করে দেয়।
অবশেষে 1947 সালের 15 ই আগস্ট ভারতকে তারা স্বাধীন রাষ্ট্র ঘোষণা দেয়,। আর এই সময় থেকে শুরু হয় আমাদের ভারতের নতুন সংবিধান। ডঃ বি আর আম্বেদকর, সরদার বল্লভ ভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, জহরলাল নেহের, ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরকম অনেক অনেক বিখ্যাত মহান মানুষের হাত ধরে , আমাদের দেশ এক নতুন দেশ রূপে প্রকাশ পায়।
1950 সালে 26 শে জানুয়ারি আমাদের দেশের, নতুন সংবিধান , স্বাধীন ভারতের সংবিধান, বিশ্ব বিখ্যাত সংবিধান , কার্য করা হয়।

    ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার ও কর্তব্য
 মৌলিক অধিকার (ভারতীয় সংবিধানের 14-35 নং ধারা)
1 সাম্যের অধিকার
• আইনের দৃষ্টিতে সবাই সমান এবং আইন সকলকে সমান ভাবে রক্ষা করবে;
• জাতি, ধর্ম, বর্ণ, নারীপরুষ, জন্মস্থান প্রভৃতি কারণে রাষ্ট্র কোনো নাগরিকের সঙ্গে বৈষম্যমূলক আচরণ  করবে না;
● সরকারি চাকরির ক্ষেত্রে যোগ্যতা অনুসারে সকলের সমান অধিকার থাকবে;
• অস্পৃশ্যতার বিলোপসাধনের কথা ঘোষণা করা এবং
অস্পৃশ্যতা-আচরণ নিষিদ্ধ করা হয়েছে; এবং
• উপাধিগ্রহণ ও ব্যবহারের ওপর বাধানিষেধ আরোপ করা হয়েছে।
2 স্বাধীনতার অধিকার
● বাক্‌স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার;
শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার;
• সংঘ ও সমিতি গঠনের তাধিকার;
• ভারতের সর্বত্র স্বাধীনতাভাবে চলাফেরা করার অধিকার;
• ভারতের যে-কোনো স্থানে স্বাধীনভাবে বসবাস করার অধিকার;
• যে-কোনো জীবিকার, পেশার বা ব্যবসাবাণিজ্যের অধিকার;
• আইন অমান্য করার কারণে অভিযুক্তকে কেবল প্রচলিত আইন অনুসারে শাস্তি দেওয়া যাবে;
• একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার শাস্তি দেওয়া যাবে না;
• কোনো অভিযুক্তকে আদালতে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না;
• জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার;
• যুক্তিসংগত কারণ ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে না; এবং আটক ব্যক্তিকে আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে।
3 শোষণের বিরুদ্ধে অধিকার
• কোনো ব্যক্তিকে ক্রয়বিক্রয় করা বা বেগার খাটানো যাবে না;
• চোদ্দ বছরের কমবয়স্ক শিশুদের খনি, কারখানা বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত করা যাবে না।
4 ধর্মীয় স্বাধীনতার অধিকার
• প্রত্যেক ব্যক্তির বিবেকের স্বাধীনতা এবং ধর্মপালন ও প্রচারের স্বাধীনতা আছে;
• প্রতিটি ধর্মীয় সম্প্রদায় ধর্মপ্রচারের স্বার্থে সংস্থা স্থাপন এবং সম্পত্তি অর্জন করতে পারবে;
• কোনো বিশেষ ধর্ম প্রসারের জন্য কোনো ব্যক্তিকে করদানে বাধ্য করা যাবে না;
• সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না এবং সরকারের দ্বারা স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না।
5 সংস্কৃতি ও শিক্ষা-বিষয়ক অধিকার
• • সব শ্রেণির নাগরিক নিজস্ব ভাষা, লিপি ও সংস্কৃতির বিকাশ ও সংরক্ষণ করতে পারবে;
• রাষ্ট্রপরিচালিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষালাভের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে ধর্ম, জাত বা ভাষার অজুহাতে বঞ্চিত করা যাবে না;
• ধর্ম অথবা ভাষাভিত্তিক সংখ্যালঘু সম্প্রদায়গুলি নিজেদের পছন্দমতো শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করতে পারবে।
6 শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার
● মৌলিক অধিকারগুলিকে বলবৎ ও কার্যকর করার জন্য নাগরিকরা সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের কাছে আবেদন করতে পারবে।
                        মৌলিক কর্তব্য
(ভারতীয় সংবিধানের 51এ নং ধারা)
1 সংবিধান মান্য করা এবং সংবিধানের আদর্শ ও প্রতিষ্ঠাসমূহ, জাতীয় পতাকা ও জাতীয় স্তোত্রের।     প্রতি ও শ্রদ্ধা প্রদর্শন;
2 যেসব মহান আদর্শ জাতীয় স্বাধীনতা-সংগ্রামে অনুপ্রেরণা জুগিয়েছিল, সেগুলিকে সযত্নে সংরক্ষণ ও অনুসরণ;
3 ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ;
4 দেশরক্ষা ও জাতীয় সেবামূলক কার্যের আহ্বানে সাড়া
দেওয়া;
5 ধর্মগত, ভাষাগত ও আঞ্চলিক বা শ্রেণিগত ভিন্নতার ঊর্ধ্বে উঠে ভারতীয় জনগণের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধের বিকাশ সাধন এবং নারীর মর্যাদাহানিকর প্রথাসমূহকে বর্জন;
6 আমাদের মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে মূল্যদান ও সংরক্ষণ;
7 বনভূমি, হ্রদ, নদনদী এবং বন্য প্রাণী-সহ প্রাকৃতিক
পরিবেশের সংরক্ষণ ও উন্নয়ন সাধন এবং জীবন্ত
প্রাণীসমূহের প্রতি মমত্ব পোষণ;
8 বৈজ্ঞানিক মানসিকতা, মানবিকতা, অনুসন্ধিৎসা ও
সংস্কারমুখী দৃষ্টিভঙ্গির প্রসার সাধন;
9 সরকারি সম্পত্তির সংরক্ষণ ও হিংসা বর্জন,
10 সর্বপ্রকার ব্যক্তিগত ও যৌথ কর্মপ্রচেষ্টাকে উন্নততর পর্যায়ে উন্নীত করার উদ্দেশ্য বিভিন্ন প্রকার কার্যকলাপের উৎকর্ষসাধন; এবং
11  6-14 বছর বয়স্ক প্রতিটি শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা তার পিতামাতা বা অভিভাবকের কর্তব্য।

           জয় হিন্দ -------
           বন্দেমাতারাম------
           ভারতমাতা জিন্দাবাদ-------
           ভারতের সংবিধান জিন্দাবাদ-------
           আমার দেশ জিন্দাবাদ-------
            ইনক্লাব জিন্দাবাদ------
           জিন্দাবাদ জিন্দাবাদ--------

Comments

Popular posts from this blog

ঈদুল আযহা, কোরবানি কী, কেন কোরবানি করা হয়, কোরবানি করার অর্থ কী?

দর্শন কী ? আজকে আলোচনা করবো দর্শন বিষয় নিয়ে , আপনি কি জানেন দর্শন কথার অর্থ কি? এটি কোথা থেকে কি ভাবে এসেছে ,?

भारत का आयात और निर्यात, भारत के पड़ोसी देश और उनके आयात-निर्यात